Logo

সারাদেশ

ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:০৫

ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত মিনহাজুল আবেদিন মিঠু উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘ পাঁচ বছর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজুল আবেদিন মিঠুকে নয়াপাড়া এলাকায় তার ভাড়া বাসার সামনে থেকে আটক করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, ছাত্রদলের কিছু নেতাকর্মী মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাইম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর