Logo

সারাদেশ

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Icon

লালমোহনে (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:১৬

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুনায়েদ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. জুনায়েদ ওই এলাকার মো. বেল্লালের ছেলে।

জানা গেছে, সকালে শিশুটির পরিবারের সদস্যরা বাড়িতে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি তুলছিলেন। এ সময় পাম্পের তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হলে শিশু জুনায়েদ তা স্পর্শ করে এবং সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এস মেজবাহ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর