Logo

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে মোটরসাইকেলসহ ২ হাজার পিস ইয়াবা জব্দ

Icon

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:২৫

কুড়িগ্রাম সীমান্তে মোটরসাইকেলসহ ২ হাজার পিস ইয়াবা জব্দ

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি মোটরসাইকেলসহ দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাঁশজানী গ্রামে মাদক কারবারিদের ধাওয়া করে এসব মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলরত দল।

বিজিবি জানায়, উপজেলার আনন্দ বাজার এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হলে মাদক কারবারিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালালে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ বায়েজিদ জানান, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর