Logo

সারাদেশ

গাজীপুরে কারখানার গাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৪১

গাজীপুরে কারখানার গাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ফর্মুলা ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১১৬০১৫) সুতা নিয়ে তাদের অন্য একটি কারখানার গোডাউনে যাচ্ছিল। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত মাদ্রাসা মোড় এলাকায় গাড়িটির গতিরোধ করে। পরে তারা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় কারখানা কর্তৃপক্ষ ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির চালক জাহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে রাম দা দিয়ে গাড়িতে কোপাতে থাকে। তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির কাঁচ ভেঙে দেয়। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় ভাঙা কাঁচের আঘাতে তার হাত কেটে গেছে।

ফর্মুলা ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (মানবসম্পদ) এস এম সারোয়ার জাহান বলেন, এটি আগে কখনো ঘটেনি। আমাদের লোকজন আগুন নিভিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে। এটি মূলত কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর