Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষকদের বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৪:১৬

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষকদের বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এবং উৎসবভাতা, বাসাভাড়া, মেডিকেল ভাতাসহ শিক্ষা ক্ষেত্রে সরকারি, বেসরকারি বৈষম্য দূরীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ।

রোববার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পবারুল ইসলাম।  বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সদর উপজেলা সভাপতি নাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ‘বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসবভাতা, সরকারি নিয়ম অনুযায়ী বাসাভাড়া ও মেডিকেল ভাতা ঈদের আগে প্রদান করতে হবে।  আমাদেরকে পূর্বে বহুবার আশ্বস্ত করা হলেও এখন পর্যন্ত বৈষম্য দূর হয়নি। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই।’

তারা আরও হুঁশিয়ারি দেন, যদি ঈদের আগে দাবি পূরণ না হয়, তাহলে ঈদের পর কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। মানববন্ধন শেষে শিক্ষকরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার উদ্দেশে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি জমা দেন।

আবু সালেহ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর