Logo

সারাদেশ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৪:২৪

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের সীমান্তবর্তী মেঘনা নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাধারণ জনতা।

রোববার (১৬ মার্চ) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, নরসিংদী জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার, সাবেক ছাত্রদল সভাপতি মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘চরমধুয়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইউনিয়নের ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। ৭২ ঘণ্টার মধ্যে যদি এই অবৈধ ড্রেজার বন্ধ না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

সুমন রায়/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর