Logo

সারাদেশ

কলাপাড়ায় স্কুলশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৪:৫১

কলাপাড়ায় স্কুলশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মনিরা আক্তার (১২) নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত মনিরা আক্তার ওই এলাকার সবুজ মোল্লার মেয়ে। তিনি নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী গ্রামের নানা বাড়িতে যান। পরে বিকালে এক প্রতিবেশী নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর