ফরিদগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৩৫

ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীর উপস্থিতিতে আট শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সুশৃঙ্খল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ) আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মাঠে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন মোতাহার হোসেন পাটোয়ারী।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এস. এম. মিজান, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সফিউল বাশার মকুল পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, সাবেক ভিপি সিরাজুল ইসলাম পাপকসহ বিএনপির অন্যান্য নেতারা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন।
নূরুল ইসলাম ফরহাদ/এআরএস