চকলেটের প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৩৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মহর আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মহর আলী শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে একটি বাগানে নিয়ে যান। সেখানে শিশুটিকে কোলে বসিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এই সময় শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন এবং বৃদ্ধকে আটক করেন। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মহর আলীকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের এসআই মনির বলেন, ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলায় অভিযুক্তকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
মো. দেলোয়ার হোসেন/এমআই