শিবচরে ডাকাতি সন্দেহে ৪ জনকে গণপিটুনি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৪২
-67d69d204d01f.jpg)
মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে চারজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। রোববার (১৬ মার্চ) ভোররাতে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), নুরু মীরের ছেলে মেহেদী সমীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) এবং নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।
পুলিশ জানায়, ওইদিন ভোররাতে একটি অ্যাম্বুলেন্স থেকে চারজন ব্যক্তি পাঁচ্চর গোলচত্বরে নেমে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণে অসংলগ্নতা দেখতে পেয়ে স্থানীয়রা তাদের কাছে নাম-পরিচয় জানতে চান। একপর্যায়ে একজন ব্যক্তি হঠাৎ করে ছুরি বের করে আঘাত করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে এবং গণপিটুনি দেয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ‘অ্যাম্বুলেন্স থেকে নেমে তারা সন্দেহজনকভাবে আচরণ করছিল এবং একজন ছুরি বের করে আক্রমণের চেষ্টা করেছিল। তখন আমরা তাদের আটক করি।’ তবে অ্যাম্বুলেন্সটি দ্রুত পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে আরও ডাকাত সদস্য থাকতে পারে।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে ছুরি ও চাকুসহ পুলিশ চারজনকে উদ্ধার করে। তারা এখন আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে পাঠাব।’
খলিল মিয়া/এটিআর