Logo

সারাদেশ

টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৬:৫৭

টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে এবং বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম আফ্রিদির ওপর হামলা চালানো হয়।

তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গত ১১ মার্চ সাংবাদিক রকিবুল ইসলামের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।  তবে ৫ দিনে মাত্র ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।  এ ছাড়া থানার ওসি তদন্তের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি হুকুমের আসামি শফিকুল ইসলাম বাদশার নাম মামলা থেকে বাদ দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।’

সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে টুঙ্গিপাড়া থানা থেকে সকল সংবাদ বর্জন করা হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক কালবেলার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ, যায়যায় দিনের শওকত হোসেন মুকুল, দি ডেইলি ট্রাইব্যুনালের তারিকুল ইসলাম, দৈনিক আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সজল সরকার, দৈনিক খবর পত্রের আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান টিভির হাফিজুর রহমান, দৈনিক আজকের দর্পণের ফারহান লাবিব প্রমুখ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, ১০ মার্চ বর্নি ইউনিয়ন পরিষদের পাশে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন রকিবুল । বর্তমানে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর