Logo

সারাদেশ

‘ঘুষের’ টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধকে পেটালেন যুবদল নেতা

Icon

হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৭:২৩

‘ঘুষের’ টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধকে পেটালেন যুবদল নেতা

ময়মনসিংহের মদন উপজেলায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রতিবন্ধী এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাকের খান নামের যুবদল নেতার বিরুদ্ধে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে ঘটনাটি ঘটে। আহত বৃদ্ধ হক মিয়া (৬০) কে স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অয়িযুক্ত সাকের মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

ভুক্তভোগী হক মিয়া। ভবানীপুর গ্রামের মৃত ডেন্ডু মিয়ার ছেলে। শারীরিক প্রতিবন্ধী এবং স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার চালান। ৪ বছর আগে সরকারি ঘর পাওয়ার আশ্বাসে তিনি সাকের খানের কাছে ৭ হাজার টাকা ঘুষ দিয়েছিলেন। দীর্ঘদিন ঘর না পেয়ে কিছুদিন আগে সাকের খান ৩ হাজার টাকা ফেরত দেন, তবে বাকী টাকা ফেরত চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বৃদ্ধকে লাঠিপেটা করেন।

অভিযোগ রয়েছে, সাকের খান দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সাথে যুক্ত। বিশেষ করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি ও তদবির বাণিজ্যে জড়িত ছিলেন। এর আগে ২০১৯ সালে তিনি এক বৃদ্ধের কাছ থেকে ঘুষ নিয়ে কাজ না করার অভিযোগে তাকে পিটিয়ে আহত করেছিলেন। একাধিক অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি, যার কারণে তিনি এখন বেপরোয়া হয়ে উঠেছেন।

ভুক্তভোগী হক মিয়া বলেন, ‘আমি গরীব মানুষ। ঘর দেওয়ার কথা বলে সাকের খান ৭ হাজার টাকা ঘুষ নিয়েছিল। ৪ বছর পর ৩ হাজার টাকা ফেরত পেয়েছি, কিন্তু বাকী ৪ হাজার টাকা ফেরত চাইলে আমাকে মারপিট করা হয়েছে। আমি বিচার চাই।’

অভিযুক্ত যুবদল নেতা সাকের খানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, "এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

নিজাম তালুকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুবদল নেতা মারপিট ঘুষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর