এতিমদের সম্মানে জামালপুর প্রেসক্লাবের দোয়া-ইফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৭:২৬
-67d6b5568e95e.jpg)
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে আলেম-ওলামা, সুবিধাবঞ্চিত শিশু এবং এতিমদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এ ছাড়া, মাহফিলে সরকারি কর্মকর্তা, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, এতিম ও সুবিধাবঞ্চিত শিশু এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান/এটিআর