Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৭:৪৬

ঠাকুরগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

‘নিজ শহর পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে রমজানের পবিত্রতা রক্ষায় ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাসিক এলাকা ও সড়কে একযোগে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।  চলবে পুরো রমজানজুড়ে।

জেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদর উপজেলা যুবদলের রেজাউল করিম লিটন, মাসুদ রানা রনি প্রমুখ।

এ সময় জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘রমজান আসলেই বাসা-বাড়ি ও আবাসিক এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার প্রবণতা দেখা দেয়।  এছাড়া ঈদ বাজারের কারণে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন মার্কেটের সামনে ময়লা-আবর্জনা জমে যায়। আমরা শহরকে পরিষ্কার রাখতে এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন,‘যদি দেশের প্রতিটি শহরে এমন উদ্যোগ নেওয়া হয়, তবে পুরো দেশই পরিষ্কার থাকবে।  আমাদের এই কর্মসূচি পুরো রমজানজুড়ে চলবে।"

আবু সালেহ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর