তালতলীতে অটোরিকশাচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৮:০০
-67d6bd45ee45a.jpg)
বরগুনার তালতলীতে অটোরিকশাচাপায় এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার টিএন্ডটি-নিউপাড়া সড়কের মোমেস পাড়া নামক স্থনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাছাত্রীর নাম হাবিবার (৬)। সে উপজেলার নাওভাঙ্গা এলাকার সালাম মুন্সীর মেয়ে ও আশরাফুল উলুম নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবাসহ আরও ৩জন নাওভাঙ্গা থেকে একটি অটোরিকশায় করে মাদ্রাসায় যাচ্ছিলেন। মাদ্রাসার কাছে পৌঁছালে বাকি তিনজন রাস্তা পার হয়ে মাদ্রাসার গেটের ভেতরে চলে যান। কিন্তু হাবিবা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরে স্থানীয়রা হাবিবাকে উদ্ধার করে তালতলী হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজালাল বলেন, নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিজানুর রহমান/এটিআর