Logo

সারাদেশ

প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ছেলেহারা মা

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২০:০৯

প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ছেলেহারা মা

মৌলভীবাজারের কুলাউড়ায় মুজাহিদুল ইসলাম সায়ান (২২) আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত আসামিরা জামিনে এসে নিহতের মা মিনারা বেগমকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।  এ ঘটনার পর থেকে মিনারা বেগম প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

গত ১৪ মার্চ কুলাউড়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে সায়ানকে নির্মমভাবে নির্যাতন করা হয়। মিথ্যা অপমান সইতে না পেরে পরদিন আত্মহত্যা করেন সায়ান। পরে ঘটনার সঙ্গে জড়িত বাবুল মিয়া, আবুল মিয়া ও বাদশাহ মিয়ার বিরুদ্ধে মিনারা বেগম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

এদিকে গত ৯ মার্চ আসামিরা আদালত থেকে জামিনে নিয়ে আসে। এর দু’দিন পর দেশীয় অস্ত্র নিয়ে তারা মামলার বাদি মিনারা বেগমকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। মামলা প্রত্যাহার না করলে তাকে প্রাণে হত্যা এবং বসতবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, হুমকির বিষয়ে অভিযোগ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিয়াউল হক জিয়া/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর