Logo

সারাদেশ

কক্সবাজারের মাদকের এডি দিদারকে স্ট্যান্ড রিলিজ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২২:৫৩

কক্সবাজারের মাদকের এডি দিদারকে স্ট্যান্ড রিলিজ

কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক (এডি) দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করে রংপুরে সংযুক্ত করা হয়েছে। 

রোববার (১৬ মার্চ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

প্রসঙ্গত সময়ের কন্ঠস্বর ও বিডি ২৪ এর কক্সবাজার প্রতিনিধি শাহিন মাহমুদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণ হওয়ায় এডি দিদারুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর বিভাগীয় কার্যলয়ে যুক্ত করা হয়েছে। 

ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর