Logo

সারাদেশ

কক্সবাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইজিবাইকচালককে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২৩:১১

কক্সবাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইজিবাইকচালককে হত্যা

কক্সবাজার শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর স্থানীয় হালিমাপাড়া এলাকার মৃত আবদুর জলিলের পুত্র। পেশায় অটোরিকশা চালক মুজিবুর দুই সন্তানের জনক।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাই তানভীর অভিযোগ করেন, পাহাড়তলীর একটি ইজিবাইক গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত একটি দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মো. হোছনের পুত্র গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে গোলাম মোস্তফা। এতে গুরুতর জখম হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযানে চলছে।

 

ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর