Logo

সারাদেশ

আমতলীতে মাজারে দুর্বৃত্তদের ভাঙচুর-অগ্নিসংযোগ

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৮:৩৭

আমতলীতে মাজারে দুর্বৃত্তদের ভাঙচুর-অগ্নিসংযোগ

ছবি : বাংলাদেশের খবর

বরগুনার আমতলী উপজেলায় ইসমাইল শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আমতলীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই নৌবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। কারা এ হামলার সঙ্গে জড়িত তা শনাক্ত করা সম্ভব হয়নি।

খান নাঈম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বরগুনা আমতলী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর