Logo

সারাদেশ

চালের তালিকা নিয়ে কুড়িগ্রামে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:৪০

চালের তালিকা নিয়ে কুড়িগ্রামে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চালের তালিকা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ভিটা বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বড়ভিটা গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান, খয়বর রহমানের ছেলে মুসা, জয়মত আলীর ছেলে শাহারুল, আবু বক্করের ছেলে মোকছেদুল হক, চন্দ্রখানা গ্রামের নুর ইসলামের ছেলে বাবু, আব্দুল জলিল, জিয়াউর রহমান।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বারদের কাছ থেকে ১০ কেজি চালের তালিকায় ভাগ চায়। এ ঘটনা নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের নেতাকর্মীরা আপত্তি জানান এবং নজির হোসেনের ছেলেকে নিয়ে সমালোচনা করেন।

এ বিষয়টি নিয়ে বড়ভিটা বাজারে আলোচনা শুরু হলে সন্ধ্যায় নজির হোসেনের ছেলে এসে এক বিএনপির কর্মীকে দোকান থেকে তুলে নিয়ে মারধর করেন। পরে ঘটনাটি জানাজানি হলে মান্নান গ্রুপের নেতাকর্মী ও নজির গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের লোকজন আহত হন।

সংঘর্ষের বিষয়ে আরিফুল ইসলাম আরিফ বলেন, আমি বাজারে গিয়ে ইফতার করছিলাম। এ সময় বিপক্ষ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। আমাদের পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে সন্ধ্যার দিকে আমি ফোর্সসহ উপস্থিত হয়ে বিএনপির দুই পক্ষকে সরিয়ে দেই। এ সময় কোনো মারামারির ঘটনা ঘটেনি। তবে ইফতারের আগে মারামারি হয়ে আহত হয়েছে কিনা তা জানা নেই। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

ফজলুল করিম ফারাজী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুড়িগ্রাম ফুলবাড়ী বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর