Logo

সারাদেশ

আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই : কয়ছর এম আহমদ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:১৭

আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই : কয়ছর এম আহমদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, আমি আপনাদের মাঝে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সাথে থেকে আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই। আমি আশা করি, আপনারা আমাকে এ সুযোগ দেবেন। আপনারা পাশে থাকলে আমি এ সুনামগঞ্জ-৩ আসনের মানুষের কল্যাণে কাজ করে অবশ্যই সফল হবো, ইনশাআল্লাহ।

রোববার (১৬ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়ছর এম আহমদ আরও বলেন, হাসিনা যখন পালিয়ে গেছেন, তখন তার দোষীরা বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে প্রবাসে চলে গেছে। আমরা যুক্তরাজ্য বিএনপি ইতোমধ্যেই আওয়ামী লীগের দোসর ও শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রবাসে বয়কট ঘোষণা করেছি। শুধুমাত্র শেখ পরিবারই নয়, এ আওয়ামী মাফিয়ার সাথে যারা জড়িত ছিল, তারা কেউ রেহাই পাবে না।

তিনি বলেন, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে যারা মেগা প্রকল্প করে আত্মীয়-স্বজন, ছেলে-মেয়ে ও স্ত্রীর নামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠিয়েছেন, তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ। আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করেছি এবং আমরা সফল হবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুল হক, আবদুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সা’দ মাস্টার, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর প্রমুখ।

আব্দুল হালিম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর