Logo

সারাদেশ

২০ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ইফতার বিতরণ মরিশাস প্রবাসীর

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৩৫

২০ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ইফতার বিতরণ মরিশাস প্রবাসীর

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একযোগে ২০টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মরিশাস প্রবাসী আকাশ মিয়ার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন ও কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় প্রায় তিন সহস্রাধিক রোজাদারের মধ্যে এ ইফতার পৌঁছে দেওয়া হয়।

আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির মিয়ার ছেলে। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক। 

আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিক মিয়া বলেন, পবিত্র মাহে রমজানে প্রতিবারের মতো এবারও আকাশ মিয়ার উদ্যোগে ২০টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় প্রায় তিন হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আশিকুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ ব্রত নিয়ে মানব কল্যাণে এগিয়ে চলেছেন আকাশ মিয়া। তিনি এলাকায় গরিব-দুঃখী মানুষের পরম বন্ধু হিসেবে ইতোমধ্যেই মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন।

মরিশাস প্রবাসী আকাশ মিয়া মুঠোফোনে জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ২০টি মসজিদ ও মাদ্রাসায় ইফতার পৌঁছে দেওয়া হয়েছে। একদিন আমাদের সবাইকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই মৃত্যুর আগ পর্যন্ত মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর