ফরিদপুরে শিশুদের টিকটক দেখানোর ফাঁকে শরীরে স্পর্শের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৩২

ফরিদপুরে দুই শিশুকে মোবাইলে ‘টিকটক দেখানোর ফাঁকে পর্নো ভিডিও দেখিয়ে তাদের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার’ অভিযোগে ব্যবসায়ী রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েকশ মানুষ। প্রায় দুই ঘণ্টা পর ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
রোববার (১৬ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার নদীবন্দর (সিঅ্যান্ডবি ঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রেজাউল করিম মুন্সি ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকার হাজী শিপিং লাইন নামক প্রতিষ্ঠানে ১৫ বছর ধরে জাহাজ ও ট্রলার মেরামতের ব্যবসা করছেন। বর্তমানে তিনি পরিবারসহ ফরিদপুর সদর পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় বসবাস করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি সামাল দিয়ে এক দোকানে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন।
তবে এর আগে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে। ওই দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি আসাদুজ্জামান।
অপূর্ব অসীম/এমবি