Logo

সারাদেশ

কুমিল্লা-নোয়াখালী হাইওয়েতে একুশে বাস দুর্ঘটনায় আহত ৫

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৫৩

কুমিল্লা-নোয়াখালী হাইওয়েতে একুশে বাস দুর্ঘটনায় আহত ৫

কুমিল্লা-নোয়াখালী হাইওয়ের বিজয়পুর রেলক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় একুশের একটি বাসের চালক-সহকারীসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল ৭টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একুশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি সরকারি লেবার ঘরে ধাক্কা দেয়। এতে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়। এক যাত্রী সাইফুল বলেন, আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। তবে বাসটি যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তা ভয়ানক হতে পারতো।

স্থানীয়রা জানান, বিজয়পুর এলাকার টার্নিং পয়েন্টটি খুবই ঝুঁকিপূর্ণ। এর আগেও এখানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক ও সহকারী পালিয়ে যায়। আহতদের আমরা ঘটনাস্থলে পাইনি।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর