Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা নিহত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৩:০৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা আমজাদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ আলী ভূইশ্বর গ্রামের পাতার হাটি এলাকার মৃত মোগল আলীর ছেলে। অভিযুক্ত আব্দুর রহমান আমজাদ আলীর আপন ভাই আহম্মদ আলীর ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, আমজাদ আলী নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর