Logo

সারাদেশ

৫ দফা দাবি

কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:৩৬

কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তারা এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, বেবিচকের এভসেক বিভাগ বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিভাগকে দুর্বল করা হলে তা জাতীয় বিমান চলাচল নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেবিচকের নিজস্ব জনবল ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

সমাবেশ থেকে উত্থাপিত ৫ দাবি

  • বেবিচকের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
  • বেবিচকের এভসেক বিভাগকে অকার্যকর করার সকল ষড়যন্ত্র বন্ধ করা।
  • বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।
  • বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম বন্ধ করা।
  • ২০১৬ সালে চালু করা In Aid to Civil Power নিয়োগের একটি সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রকাশ করা।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমানবন্দর কর্মকর্তা কর্মচারী দাবি দফা মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর