-67d82791edfe9.jpg)
সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৪১ লক্ষ ৭১ হাজার ৩শ ৯০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ ও একটি ট্রাক।
সোমবার (১৭ মার্চ) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে মাছিমপুর বিওপি থেকে ভারতীয় পাথর (২০০ ঘনফুট), লাউরেরগড় বিওপি থেকে ভারতীয় ফুসকা (৭৪০ কেজি), টেকেরঘাট বিওপি থেকে বাসমতি চাউল (১২০০ কেজি), নারায়নতলা বিওপি থেকে সাবান (২১৫ পিস), চিনাকান্দি বিওপি থেকে চিনি (৪৯ কেজি), প্যাকপাড়া বিওপি থেকে ভারতীয় গরু (৩টি), বাঙ্গালভিটা বিওপি থেকে মদ (৪৮ বোতল), বনগাঁও বিওপি থেকে ওড়না (৭৫০ পিস), মাটিরাবন বিওপি থেকে গরু (১টি) জব্দ করা হয়।
এ ছাড়াও ডুলুরা বিওপি থেকে ভারতীয় চিনি (১০০ কেজি) আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘চোরাচালান প্রতিরোধে বিজিবি অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।’
- আব্দুল হালিম/এমজে