Logo

সারাদেশ

দাম বেশি রাখায় লক্ষাধিক টাকা জরিমানা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৯:৫৮

দাম বেশি রাখায় লক্ষাধিক টাকা জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনায় দ্রব্যমূল্য ও ভেজাল নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা সদর, সাথিয়া ও বেড়া উপজেলায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে সিএনবি বাজার সান্নাউল্লাহকে বোতলজাত সয়াবিন তেলের দাম বেশি রাখার জন্য ১০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে মূল্যতালিকা না রাখার ও বেশি দামে তেল বিক্রির জন্য ২০ হাজার টাকা, শামিম স্টোর কে মূল্য তালিকা ও ভাউচার না রাখার অপরাধে ৫ হাজার টাকা এবং মানিক স্টোরকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেড়া বাজারে তরমুজের আড়ত সবুজ ও সোহান ফল ভান্ডারকে মূল্য তালিকা না রাখার জন্য ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সাথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে রমজান লাচ্ছা সেমাইকে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ১০ হাজার টাকা এবং লিটন ফল ভান্ডারকে মূল্যতালিকা না রাখার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া, সত্য এন্ড সন্সকে তেলের ভাউচার ও মূল্যতালিকা না রাখার জন্য ২০ হাজার টাকা এবং নজরুল স্টোরকে বেশি দামে তেল বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদুরি মিষ্টান্ন ভান্ডারকে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে পাবনা পুলিশ লাইন্সের একটি চৌকস দলও উপস্থিত ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দ্রব্যমূল্য ভেজাল নিয়ন্ত্রণ অভিযান ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর