গরিবের ‘চাল খেয়ে’ বিক্ষোভের মুখে চেয়ারম্যান

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২০:১৭

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা কর্তৃক ভিজিএফের চাল আত্মসাৎ এবং প্রতিবাদকারী সাধারণ জনগণের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টায় করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে করগাঁও বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ভিজিএফ চাল বিতরণের সময় প্রতিজনকে ১০ কেজি চাল বরাদ্দ দেওয়ার কথা থাকলেও সেখানে সারে ৮ কেজি করে চাল দেওয়া হয়। আমরা এর প্রতিবাদ করলে চেয়ারম্যান নাদিম মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
বক্তারা আরও বলেন, চেয়ারম্যান নাদিম মোল্লা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং তার আমলে ইউনিয়ন পরিষদে দুর্নীতি প্রবল হয়েছে।
বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সদস্য ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. খ. ম. সিদ্দিক দুলাল, কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান ভূঁইয়া প্রমুখ।
- আব্দুর রউফ ভূঁইয়া/এমজে