Logo

সারাদেশ

সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতা আটক

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২০:৫৯

সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতা আটক

গাজীপুরের কালীগঞ্জে আব্দুল গাফফার (৪২) নামের এক গণমাধ্যমকর্মী পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাদক কারবারি ও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। 

আহত সাংবাদিক বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে জেলার সাংবাদিকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। 

কালীগঞ্জ থানা পুলিশ ঘটনার পরপরই গভীর রাতে অভিযান চালিয়ে যুবদল নেতা ফয়সাল খান (২৫) নামের একজনকে আটক করে। ফয়সাল খান স্থানীয় জাঙ্গালীয়া ইউনিয়নের কুলথুন গ্রামের বিল্লাল খানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন সোমবার (১৭ মার্চ) দুপুরে আটককৃত যুবদল নেতা ফয়সালের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, হামলার শিকার সাংবাদিক আবদুল গাফফার জানিয়েছেন, রোববার (১৬ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে তিনি গাজীপুর জেলা শহরে ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলকারী তাকে অবস্থান জানাতে বললে তিনি আওড়াখালী বাজারের চার রাস্তার মোড়ে পৌঁছালে একদল ‘সন্ত্রাসী’ তাকে হামলা করে। 

হামলাকারীরা তাকে লাঠি দিয়ে আঘাত করে এবং মারধরের পর তার মোবাইল ফোন, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়। পরে সহকর্মী খোরশেদ আলম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় আহত গাফফার জানান, সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে “কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের এক শক্তিশালী নেতার নেতৃত্বে নারী ও ইয়াবা ব্যবসা, চুরি, ছিনতাইসহ সব ধরণের অপরাধ চলছে” শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তার ওই স্ট্যাটাসকে কেন্দ্র করেই সন্ত্রাসী চক্রটি তাকে হামলা করে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং গভীর রাতে অভিযান চালিয়ে ফয়সাল খানকে আটক করে থানায় নিয়ে আসে। অপরাধীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • রফিক সরকার/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাংবাদিক হামলা যুবদল নেতা আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর