
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সময় ৬টি স্বর্ণের বারসহ রাজ রকি (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে জীবননগর থানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রকি জীবননগর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে রাজ রকিকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারের বিষয়টি অস্বীকার করেন। পরে তাকে বিশেষ পদ্ধতিতে পরীক্ষা করা হলে তার মলদ্বার থেকে স্কচটেপে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করা হয়।
পোটলা দুটি খুলে ৭২৮.৯৬ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।
আটক যুবকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এ ছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেরদৌস ওয়াহিদ/এটিআর