মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ আটক

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৮

গাইবান্ধার ফুলছড়িতে মাদ্রাসাছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু সোমবার বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে পরিবার ও স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রজব আলী বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
আতিকুর রহমান/এটিআর