কুয়াকাটায় শুরু হলো উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:৪৭
-67d916fb5d3c2.jpg)
কুয়াকাটায় দ্বিতীয়বারের মতো ‘কুয়াকাটা উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। কোরআনের হাফেজদের এবং বয়স্কদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে এই প্রতিযোগিতা সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা এসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাঈনুল ইসলাম, কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ মুহাম্মদ ফারুক মীর, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মো. শহিদুল ইসলাম, কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক হোসাইন আমির, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সেক্রেটারি মো. আল আমিন, কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মুবাশ্বের হোসেন। অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সাংবাদিক জনী আলমগীর, জাকারিয়া জাহিদ এবং বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ বেলালা হোসাইন, তারবিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা (কলাপাড়া)-এর পরিচালক হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলাম, কুয়াকাটা এসি মসজিদের কারী নজরুল ইসলাম, চরপাড়া হাফিজি মাদ্রাসার শিক্ষক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান নতুন প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং আগামীতেও এই ধরনের প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আয়োজক পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় ২০টি প্রতিষ্ঠানের ১২০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দীন।