Logo

সারাদেশ

মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৩:৫৩

মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর

কুমিল্লা-চাঁদপুর সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আফসানা আক্তার রিপা (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (১৮ মার্চ) লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (১৭ মার্চ) আনুমানিক বিকেল ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত রিপাসহ অন্যান্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত রিপা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি শিবপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে চাঁদপুরমুখী একটি মাইক্রোবাসের সাথে কুমিল্লামুখী সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজি ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এরপর বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সীমানা প্রাচীরে আঘাত করে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, এই দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। নিহত শিক্ষার্থী রিপার মরদেহ সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

  • সোহাইবুল ইসলাম সোহাগ/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কলেজছাত্রী সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর