Logo

সারাদেশ

সালথা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাসুদুর রহমান

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৫:৩১

সালথা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাসুদুর রহমান

মো. মাসুদুর রহমান । ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সালথা দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে মো. মাসুদুর রহমান ও সদস্যসচিব হিসেবে ওই প্রতিষ্ঠানের সুপার মাওলানা তাওফিকুর রহমানকে রাখা হয়েছে। মো. মাসুদুর রহমান পেশায় একজন দলিল লেখক এবং একজন শিক্ষানুরাগী ও ক্রীড়াপ্রেমী। 

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন সভাপতি পেয়ে এলাকাবাসী আনন্দিত। তারা জানান, এতদিন পর আমাদের সালথা দাখিল মাদ্রাসায় একজন যোগ্য সভাপতি পেয়েছি এবং আমরা আশা করছি- মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন হবে।

কমিটির সাধারণ শিক্ষক সদস্য হিসেবে সোহেল রানা ও অভিভাবক সদস্য হিসেবে মো. বাবুল মোল্যার নাম রয়েছে। উল্লেখ্য, সালথা দাখিল মাদ্রাসা ২০০৪ সালে স্থাপিত হয় এবং সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে এমপিওভুক্ত হয়।

মো. পারভেজ মিয়া/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সালথা দাখিল মাদ্রাসা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর