Logo

সারাদেশ

পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন, ভিডিও ধারণ করে অর্থ আদায়

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৬:৪৪

পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন, ভিডিও ধারণ করে অর্থ আদায়

কুমিল্লার চান্দিনায় একটি এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়। মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পারের একটি বাগানে এ ঘটনা ঘটে। আইডিএফ নামে একটি এনজিওর চান্দিনা শাখায় কর্মরত পুরুষ কর্মী তারেক রহমান ও নারী কর্মী তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করতে গিয়ে সন্ধ্যা গড়িয়ে পড়েন। 

এ সময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষে এতবারপুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য প্রজেক্টের পাড়ে নিয়ে তাদের আদায়কৃত কিস্তির টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয় রুহুল আমিন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে দেখে ফেলায় সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদের তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ে নিয়ে আটক করা হয়। এ সময় পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে মারধর করা হয় এবং বৈদ্যুতিক শক দেওয়া হয়। নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করা হয়। মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

নারী কর্মী তার বোনকে ফোন করে নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠান। টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে গ্রামবাসী টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

আইডিএফ এনজিওর ঋণ আদায়কারী তারেক রহমান বলেন, ‘আমরা কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমাদের বাগানে নিয়ে আমাকে গাছের সাথে বেঁধে মারধর করে। বৈদ্যুতিক শক দেওয়া হয়। আর নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়। তারা নারীকে পুরো নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে।’

তিনি বলেন, ‘বিকাশে ২০ হাজার টাকা পাঠানো হয়, কিন্তু তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলিট করবে বলে জানায়। ২০ হাজার টাকা নেওয়ার পরও তারা নারীর ওপর অত্যাচার শুরু করে। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে। আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ আমাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদেরকে থানায় এনে বিস্তারিত শুনে মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে। স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

  • সোহাইবুল ইসলাম সোহাগ/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এনজিও কর্মী নারী কর্মী পুরুষ কর্মী আটক নির্যাতন নগ্ন যৌন নির্যাতন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর