Logo

সারাদেশ

সাংবাদিককে ‘এলাকা ছাড়তে’ বললেন ওসি

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:২০

সাংবাদিককে ‘এলাকা ছাড়তে’ বললেন ওসি

ভুক্তভোগী সাংবাদিক ফারুক আলম। ছবি সংগৃহীত

লালমনিরহাটে কর্মরত সাংবাদিক ফারুক আলমকে সব মামলায় জড়ানোর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ চাপ সামলাতে আদিতমারী থানার ওসি আলী আকবার ফারুক আলমকে এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা সদরের টিএনটি পাড়ায় সাংবাদিক ফারুক আলমের বাড়ি। আদিতমারী থানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র হাফ কিলোমিটার। গত ১৩ ফেব্রুয়ারি আদিতমারী থানার ওসি আলী আকবার সাক্ষরিত একটি ডেভিল হান্টের তালিকায় ৩৯ নম্বরে সাংবাদিক ফারুক আলমের নাম যুক্ত করা হয়। তালিকায় তাকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পলাতক দেখানো হয়েছে।

অথচ ফারুক আলম নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ রাখেন এবং ওসি আলী আকবারের সাথেও খবরের প্রয়োজনে নিয়মিত কথা বলেন। এ বিষয়ে ওসি প্রথমে ডেভিল হান্টে নাম যুক্ত করার কথা অস্বীকার করেন। পরে তালিকা দেখানো হলে তিনি অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন এবং ভুলটি সংশোধনের আশ্বাস দেন।

৪ মার্চ সাংবাদিক ফারুক আলম ওসি আলী আকবারকে বলেন, ‘আমি একজন কবি, লেখক ও সংবাদকর্মী। বিভিন্ন স্থান থেকে সম্মাননা পেয়েছি। আমার লেখা গল্প-কবিতা পত্রপত্রিকায় ছাপা হয়। আমার পরিবার ও বাবা-চাচার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ, মামলা বা সাধারণ ডায়রি (জিডি) নেই। এরপরও আমাকে আপনার আতঙ্কজনক মনে হয়েছে, যা দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘আপনার কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাকে আপনার প্রয়োজন হলে একবার ফোন দিয়ে বলবেন, আমি সশরীরে হাজির হয়ে আপনার টেবিলের সামনে স্যারেন্ডার করব। আমি আতঙ্কজনক হয়ে থাকতে চাই না।’

ওসি আলী আকবার ডেভিল হান্টের তালিকায় নাম যুক্ত করার বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্টের একটি ঘটনায় ২০২৫ সালের ৩ আগস্টে একটি মামলা হয়। এরপর থেকে বিভিন্ন সূত্র থেকে সাংবাদিক ফারুক আলমের কাছে পুলিশি হয়রানিমূলক হুমকি আসতে থাকে। ১৭ মার্চ লোক পাঠিয়ে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য করা হয়।

এ বিষয়ে ওসি আলী আকবার বলেন, ‘আমি ওনাকে সরে থাকতে বলেছি। আমার ওপর খুব চাপ। ওনাকে সব মামলায় জড়ানোর চাপ। সমস্যা হচ্ছে, আমার থানা থেকে ৪ আঙ্গুল দূরে ওনার বাড়ি। রাজ্জাক সাংবাদিক সব সময় চাপ দিচ্ছে। ওনার সাপোর্টে আর আমি কথা বলতে পারব না। ওনি যা কিছু করার সদরে গিয়ে করুক।’

কারা চাপ দিচ্ছে এবং কেন চাপ দিচ্ছে- এ বিষয়ে কথা বলতে চাইলে আদিতমারী থানার ওসি আলী আকবার মাগরিবের নামাজের পরে যেতে বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক ফারুক আলমের বিরুদ্ধে এই ধরনের চাপ ও হয়রানি স্থানীয় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তারা দ্রুত বিষয়টির তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

  • রাহেবুল ইসলাম টিটুল/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাংবাদিক এলাকা ছাড়তে বললেন ওসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর