মহাসড়কে নির্মাণসামগ্রী রেখে বাড়ির কাজ, দুর্ঘটনার শঙ্কা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:৩১

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া থেকে হাজিপুর পর্যন্ত রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে বাড়ির কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। এতে মারাত্মক সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখার ফলে যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতালা থেকে হাজিপুর পর্যন্ত ৮টি স্থানে রাস্তার ওপর ইট, বালু, রড ও অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রেখে কাজ করা হচ্ছে। এর মধ্যে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পশ্চিম পাশে ৪টি স্থানে ও পূর্ব পাশে ২টি, হামছায়াপুর এলাকায় ১টি স্থানে এবং দহপাড়ায় ১টি স্থানে নির্মাণকাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ওপর ইট, বালু, রড ও অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এই স্থানগুলো আরও বিপজ্জনক হয়ে উঠছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুরাদ, রহমতসহ একাধিক বাসচালক বলেন, ‘রাস্তার ওপর নির্মাণসামগ্রী থাকায় সাইড দিয়ে চলাচলরত গাড়িগুলো বাউলি (আঞ্চলিক ভাষা) মেরে রাস্তার মধ্যে চলে আসে। হঠাৎ ব্রেক করতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আমাদের গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে।’
স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার বলা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান বলেন, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি তদন্ত করছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যারা রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
- আব্দুল ওয়াদুদ/এমজে