
ছবি : বাংলাদেশের খবর
ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে অভয়াশ্রমে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ২০ হাজার মিটার ধরাজাল ও ১৬ হাজার মিটার টাইগার জাল জব্দ করা হয়। পরে রাতেই জনসমক্ষে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় ২০ কেজি জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই মণ মাছও জব্দ করা হয়। পরে স্থানীয় এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে ওই মাছ বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী নূরনবী, অফিস সহায়ক খোকন চন্দ্র দে ও পুলিশ সদস্যরা।
এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, ‘জাটকা সংরক্ষণের জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস