Logo

সারাদেশ

জৈন্তাপুরে জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৯:৫৩

জৈন্তাপুরে জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং উপজেলা জমিয়তের সদস্যসচিব মাওলানা মুহিব্বুল্লাহ ও মনির উদ্দীনের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা (উত্তর) জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, লামনীগ্রাম মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, জমিয়তনেতা মাওলানা কবির আহমদ, মাওলানা জামাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, হাফিজ ফখরুল ইসলাম, মাওলানা মনির উদ্দিন, মাওলানা মাসুম আল মাহদী, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জাকারিয়া এবং মাওলানা উবায়দুল্লাহ দরবস্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

মাহফিলে নির্যাতিত গাজাসহ বিশ্বমুসলিমদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আবু তালহা রায়হান/ডিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইফতার জমিয়ত সিলেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর