Logo

সারাদেশ

পরকীয়ার অপবাদে ৬ বছরের মেয়েকে নিয়ে একই দড়িতে ঝুললেন মা

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ২৩:৪০

পরকীয়ার অপবাদে ৬ বছরের মেয়েকে নিয়ে একই দড়িতে ঝুললেন মা

দিনাজপুরের ফুলবাড়ীতে পরকীয়ার অপবাদ দেওয়ায় ছয় বছরের মেয়েকে নিয়ে এক রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। তারা হলেন- মহরম আলীর স্ত্রী লাকি আক্তার (২৮) ও তার মেয়ে মরিয়ম আক্তার (৬)। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ২টার দিকে উপজেলার এলুয়ারী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মহরমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন লাকি আক্তারের বাড়ির লোকজন।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, সোমবার একই গ্রামের আজিজুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে মহরম আলীর বাড়ি থেকে বের হতে দেখেন স্থানীয় কিছু যুবক। এ নিয়ে লাকি আক্তারকে বিভিন্ন প্রশ্ন করেন তারা। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে সিদ্ধান্ত হয় মঙ্গলবার তারাবির নামাজের পর এ ঘটনায় সালিশ বসবে। কিন্তু সালিশের আগেই দুপুরের দিকে ৪-৫ জন যুবক লাকি আক্তারের স্বামী মহরম আলীকে তার বাড়ির সামনে মারধর শুরু করেন। এ ঘটনা দেখে লাকি আক্তার তার শিশুকন্যা মরিয়ম আক্তারকে নিয়ে একই রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, লাকী বেগমের সাথে পাশের বাড়ির আজিজুল ইসলামের এর অনৈতিক সম্পর্ক আছে এমন বিষয় নিয়ে মঙ্গলবার তারাবির পর বিচার বসার কথা ছিল। এরই মধ্যে লাকী বেগম ও তার মেয়ে মরিয়মের ফাঁস দেওয়া লাশ পাওয়া গেল।

ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন বলেন, আমরা ফাঁস দেওয়া দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে এসেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসার জন্য লাকী বেগমের স্বামী মহরমকে থানায় আনা হয়েছে।

ঘটনার পর থেকে মহরম আলীকে মারধরকারী যুবকরা পলাতক রয়েছেন।

রহমত আল আকাশ/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরকীয়া আত্মহত্যা মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর