Logo

সারাদেশ

মায়ের চিকিৎসার টাকা যোগাড় করতে না পারায় ছেলের আত্মহত্যা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ২৩:৪৭

মায়ের চিকিৎসার টাকা যোগাড় করতে না পারায় ছেলের আত্মহত্যা

মানিকগঞ্জের সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা যোগাড় করতে না পারায় ছেলে আনোয়ার হোসেন আত্মহত্যা করেছেন। নিহত আনোয়ার রাইল্লা গ্রামের মৃত কিয়াজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের মা সেতেরা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টের রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার মায়ের চিকিৎসা বাবদ অনেক টাকা প্রয়োজন। মায়ের চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে মানসিক যন্ত্রণায় ঘরের ফ্যানের সাথে রশি পেচিয়ে আত্মহত্যা করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ার হোসেন সোমবার ভোরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানিকগঞ্জ আত্মহত্যা মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর