
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ে আলু বোঝাই ট্রাক ও তিন চাকার একটি ‘পাগলুর’ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩)। জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা এবং আরফান মধুপুর বালিয়াডাঙ্গীর বাসিন্দা।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আহতরা হলেন- মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), শিশু আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। সেখানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। বিপরীত দিক থেকে আসা পাগলুর সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই জয়ন্ত রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরফানকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানাতে পারব।
আবু সালেহ/এমবি