গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনায় লাখ টাকায় রফাদফা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৪০

ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশের মাধ্যমে ১ লাখ টাকায় রফাদফা করেছেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শিমুলতলি সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৬০ বছর বয়সী উজির নামে এক ব্যক্তি গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলে তাকে আটক করে স্থানীয়রা। ঘটনাস্থলে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলে স্থানীয় চেয়ারম্যান জিয়াউর রহমান সালিশ বসিয়ে উজিরকে ১ লাখ টাকা জরিমানা এবং মারধরের মাধ্যমে কান ধরে উঠবস করিয়ে ছাড়িয়ে দেন।
সালিশের সময় চেয়ারম্যান স্থানীয়দের বলেন, ‘আমার ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে’। এরপর উজিরের পরিবার ১ লাখ টাকা দেওয়ার সম্মতি জানায় এবং ৩০ মিনিটের মধ্যে ৬৯ হাজার টাকা চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়, যা গৃহবধূর পরিবারকে দিয়ে ঘটনাটি রফাদফা করা হয়।
এ বিষয়ে ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি কেউ অভিযোগ করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আফ্রিদি আহাম্মেদ/এমবি