গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত বিএনপির ৯ নেতাকর্মী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৪৩

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক আব্দুল গাফফারের (৪২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ফয়সাল (৩৩) নামে স্থানীয় এক যুবদল নেতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
এর আগে সোমবার (১৭ মার্চ) রাতে আহত সাংবাদিক আব্দুল গাফফার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
হামলার শিকার আব্দুল গাফফার উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের ওয়াসিম সিকদারের ছেলে। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি এবং গাজীপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
মামলায় অভিযুক্তরা হলেন- জাঙ্গালীয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (৪৭), কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুল হক আকন্দ (৬০) এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী শাহেদ আলী আকন্দ (৩৫), হৃদয় আকন্দ (২৫), ফালু আকন্দ (২৬), মারুফ (২৫), সিরাজ উদ্দিন (৫৬), মো. রুবেল (৩০) ও মো. ফয়সাল (৩৩)।
এজাহারে বলা হয়েছে, গত ১৬ মার্চ (রোববার) রাতে গাজীপুর জেলা শহর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক আব্দুল গাফফার। পথে উপজেলার আওড়াখালী বাজার এলাকায় ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় তারা গাফফারকে এলোপাতাড়ি মারধর করে এবং তার মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরে সাংবাদিক গাফফারের সহকর্মী খোরশেদ আলম তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অভিযোগে বলা হয়, মাদকবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন করায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গাফফার।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার রাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এছাড়াও গভীর রাতে অভিযান চালিয়ে ভোররাতে ফয়সাল নামে একজনকে গ্রেপ্তারও করেছি।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
রফিক সরকার/এমবি