
ঝিনাইদহের সদর উপজেলায় সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুল লতিফ গোয়ালপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল লতিফ ভোরে মাছ ধরতে বাড়ির পাশের সোনাদহ বিলে যান। সকাল পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে স্বজনরা বিলের মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
আব্দুল লতিফের বড় ছেলে আজিজুল ইসলাম জানান, তার বাবা আগে দুবার স্ট্রোক করেছিলেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি ইনহেলার ব্যবহার করতেন এবং মাছ ধরতে ভালোবাসতেন। ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
বুরহান উদ্দীন/এমবি