Logo

সারাদেশ

কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৩:৩৮

কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার একটি ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে একরামপুরে ‘টুটুল এন্টারপ্রাইজ’ নামে একটি ভাঙারি দোকানের মালিক টুটুল মিয়া অন্যান্য লোহালক্করের সঙ্গে বোমার মতো দেখতে একটি বস্তু খুঁজে পান। পরে তিনি বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দোকানটি ঘিরে রাখে।

পরবর্তীতে সেনাবাহিনী এসে মর্টার শেলটি নিরাপদে সরিয়ে নিতে বালুভর্তি একটি বালতিতে রাখে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটি তালাবদ্ধ করে রেখেছে। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে।

ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি অন্যান্য লোহালক্করের সঙ্গে মর্টার শেলটি ভাঙারি দোকানে বিক্রি করেছে। ইতোমধ্যে পুলিশ দোকানে লোহা বিক্রেতাদের তালিকা সংগ্রহ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।

আব্দুর রউফ ভুইয়া/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর