Logo

সারাদেশ

বাগেরহাট শিশু পরিবারে দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৪:২৩

বাগেরহাট শিশু পরিবারে দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটে সরকারি শিশু পরিবারে নিম্নমানের খাবার পরিবেশন, আবাসনের অব্যবস্থাপনা, শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট শহরতলীর দশানীর পচাদিঘির পাড়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে এ অভিযান পরিচালিত হয়। 

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানে বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা।

অনেক কিশোরী অভিযোগ করেন, সরকারি বরাদ্দের তুলনায় কম পরিমাণ ও নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। এছাড়া তাদের জন্য নির্ধারিত জামা-কাপড়, মশারি, বালিশ ও তোষক যথাসময়ে সরবরাহ করা হয় না। চিকিৎসাসেবা পাওয়া নিয়েও রয়েছে চরম সংকট।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য বরাদ্দকৃত ভাড়া আত্মসাৎ করছে কর্তৃপক্ষ বলে অভিযোগ উঠেছে। এমনকি ইফতারের জন্য বরাদ্দকৃত খাবারও কম দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, নানা অনিয়মের তথ্য পেয়ে আমরা অভিযানে এসেছি এবং বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। এখানে থাকা এতিম ও অসহায় কিশোরীরা নিয়মিতভাবে নিম্নমানের খাবার পাচ্ছে। তাদের জন্য নির্ধারিত পোশাক ও অন্যান্য সামগ্রী সময়মতো সরবরাহ করা হয় না। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য বরাদ্দকৃত ভাড়াও আত্মসাৎ করা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযোগ রয়েছে যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিশুদের দিয়ে রান্নার কাজ করানো হয়। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

শেখ আবু তালেব/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর