Logo

সারাদেশ

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার ভাইয়ের বিরুদ্ধে

Icon

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৪:৪৮

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার ভাইয়ের বিরুদ্ধে

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোনার মদন উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় মেয়েটির চাচা মদন থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার বাঁশরী কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে মেয়েটি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাড়ির পেছনের টয়লেটে যায়। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা একই গ্রামের উছেন মিয়ার বখাটে ছেলে আনোয়ার মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় মেয়েটি চিৎকার করতে পারেনি। অনেকক্ষণ পরও মেয়েটি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন।

কিছুক্ষণ পর মেয়েটির মায়ের কাছে ফোন আসে। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টসে কাজ করেন। ফোনের অপরপ্রান্ত থেকে অপহরণকারী জানায়, ‘আপনার মেয়েকে তুলে নিয়ে এসেছি। কি করবেন, পারলে কইরেন?’ 

খবর পেয়ে মেয়েটির পরিবারের সদস্যরা ও স্থানীয় কয়েকজন মুরুব্বি ওয়ার্ড যুবদল সভাপতির ছোট ভাই আনোয়ারের বাড়িতে যান। কিন্তু সেখানে মেয়েটিকে পাওয়া যায়নি এবং আনোয়ারের পরিবারও কোনো সহায়তা করেনি বলে অভিযোগ রয়েছে। পরে নিরুপায় হয়ে বিষয়টি থানায় জানানো হলে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর বাধ্য হয়ে মেয়েটির চাচা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মেয়েটির নানি বলেন, গত কয়েক মাস ধরে আনোয়ার ও তার সঙ্গীরা আমার নাতনিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। আমি তার পরিবারকে জানিয়েছিলাম। আনোয়ারের বড় ভাই সুমন ওয়ার্ড সভাপতি। তারা শক্তিশালী হওয়ায় উল্টো আমাদের ভয়ভীতি দেখায়। আমরা গরিব মানুষ, আমার মেয়েটি চট্টগ্রামে কাজ করে। আমি আমার নাতনির নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চাই।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য দ্রুত অভিযান চালানো হবে।

নিজাম তালুকদার/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নেত্রকোনা মদন অপহরণ স্কুলছাত্রী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর