Logo

সারাদেশ

বগুড়ায় শ্রমিক নেতাদের ওপর হামলা, প্রতিবাদে মিছিল-অগ্নিসংযোগ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৬:০৩

বগুড়ায় শ্রমিক নেতাদের ওপর হামলা, প্রতিবাদে মিছিল-অগ্নিসংযোগ

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৯ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে পরিবহন চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা।

এ সময় সিএনজিচালিত অটোরিকশা চলাচলেও বাধা দেওয়া হয়। তবে অন্যান্য জেলা থেকে আসা গাড়ি বগুড়া দিয়ে পারাপার হতে দেখা যায়।

হামলায় আহত শ্রমিক নেতারা হলেন- বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সকালে শ্রমিকেরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে পৌঁছাতে পারেননি।

হামলার জেরে, শহরের স্টেশন রোডে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। বেলা ১১টার দিকে, পরিবহন শ্রমিকরা স্টেশন রোডে বিক্ষোভ মিছিল বের করলে বন্ধ থাকা নারিকেলের আড়তে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ জানন, শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে তারা কর্মবিরতি শুরু করেছেন। এ কারণে বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু জানিয়েছেন, হামলার প্রতিবাদে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করেছেন এবং তিন দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাসে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে, গ্রেপ্তার না হলে উত্তরবঙ্গসহ সব পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে। শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আলোচনা শেষে ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে। তবে, আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং মামলার কার্যক্রম শুরু হবে। এ ঘটনায় রতন নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।’

জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মোটর শ্রমিক ইউনিয়ন হামলা বিক্ষোভ অগ্নিসংযোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর